New Update
/anm-bengali/media/media_files/2q4uZm6aZbLRU2H1s1gp.jpg)
নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির টিকিটে ৭৪,৭৫৫ ভোটে জিতে বর্তমানে লোকসভার নব নির্বাচিত সাংসদ হয়েছেন কঙ্গনা রানাউত। কিন্তু তাঁর সাংসদ পদ বহাল থাকবে তো?
/anm-bengali/media/post_attachments/d6bd714b7bc4b43a3a94e20e21a466c5cb684d2a48f09d370ffe5c62915a1ccb.jpg)
মান্ডির এই নতুন সাংসদের বিরুদ্ধে নোটিশ দিল হিমাচল প্রদেশের হাইকোর্ট। কঙ্গনার নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে হিমাচল প্রদেশ হাইকোর্টের কাছে আপিল করেন কিন্নরের বাসিন্দা লায়ক রাম নেগি। অভিযোগ করেন যে কঙ্গনার মান্ডি আসন থেকে নির্বাচনে লড়তে চেয়েছিলেন লায়ক রাম নেগি, কিন্তু তাঁর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার তথা জেলাশাসকক। এরপরই আদালতে যান নেগি। হাইকোর্টে দাবি করেন যে মনোনয়নপত্র গৃহীত হলে তিনি হয়তো নির্বাচনে জয়ী হতেন। তাই কঙ্গনার নির্বাচন বাতিল করতে হবে।
/anm-bengali/media/post_attachments/c302adf6fdd9963ea868302e9e1aefa4a7ce5c6b13853b7139b2cddebd9a7f03.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us