দিল্লিকে জল দিয়ে দিয়েছে হিমাচল, তাহলে কোথায় খামতি!

'আমরা সম্মত হয়েছি এবং আমরা ইতিমধ্যে জল ছেড়ে দিয়েছি'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Delhi_water_crisis.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশ সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে দিল্লিকে জল সরবরাহ করার জন্যে। এদিন এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেন, “আমি বুঝতে পারিনি কোন রেফারেন্সে সুপ্রিম কোর্ট একথা বলেছে। আমরা সম্মত হয়েছি এবং আমরা ইতিমধ্যে জল ছেড়ে দিয়েছি। এখন, হরিয়ানা সরকারকে দিল্লিতে জল ছাড়তে হবে। দিল্লিতে বসবাসকারীদের বুঝতে হবে ওরাও আমাদের মানুষ। তাই ওদের জল আমি কেন আটকে রাখবো? আমরা জল ছেড়ে দিয়েছি। দেশের যে কোনো জায়গায় জলের প্রয়োজন হলে, আমরা জল ছাড়তে প্রস্তুত”।

Sukhvinder Singh Sukhuq2.jpg

qpoiutre

Add 1