হিমাচলের কন্যা রেনুকা সিং ঠাকুরকে ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু

“দেশের কন্যারা বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে, রেনুকা আমাদের গর্ব”—শিমলায় মুখ্যমন্ত্রীর ঘোষণা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-03 5.45.13 PM

নিজস্ব সংবাদদাতা: ভারতের মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর দেশজুড়ে উচ্ছ্বাসের মধ্যে, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সোমবার ঘোষণা করেন যে, রাজ্যের কন্যা ও ভারতীয় ক্রিকেটার রেনুকা সিং ঠাকুরকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১ কোটি টাকার পুরস্কার দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “গতকাল আমাদের দেশের কন্যারা বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে। সেই দলের অংশ ছিলেন হিমাচল প্রদেশেরই কন্যা রেনুকা সিং ঠাকুর, যিনি অসাধারণ পারফর্ম করেছেন। এই শুভ উপলক্ষে আমি ঘোষণা করছি—তাঁকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। রেনুকা শুধু দেশের নয়, হিমাচল প্রদেশেরও গর্ব।”

সুখু আরও বলেন, “আমাদের মেয়েরা আজ প্রমাণ করেছে, সুযোগ ও সমর্থন পেলে নারীরাও বিশ্বমঞ্চে ভারতকে গৌরব এনে দিতে পারে। সরকার তরুণী খেলোয়াড়দের আরও উৎসাহ দিতে বিশেষ ক্রীড়া নীতি প্রণয়ন করছে।”