New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার নকশাল বিরোধী আন্দোলনে ফের এক বড়মাপের সাফল্য পেল ছত্তিশগড় পুলিশ। গত ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের সময়, আইইডি (IED) বিস্ফোরণ ও নিরাপত্তা বাহিনীর উপর গুলিচালনার ঘটনায় জড়িত,হেভিওয়েট নকশাল নেত্রী মাদভি সুক্কিকে আজ সুকমা জেলায় গ্রেপ্তার করেছে ছত্তিশগড় পুলিশ ও ডিআরজি (DRG)। এই বিষয়ে পুলিশ জানায়,''গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এক বড়মাপের অভিযান চালিয়ে মাদভি সুক্কিকে গ্রেপ্তার করা হয়। মাদভির মাথার উপর ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা ছিল।'' মাদভি সুক্কি দীর্ঘদিন ধরেই নকশাল কার্যকলাপে সক্রিয় ছিল এবং বিভিন্ন সহিংস কার্যক্রমে জড়িত ছিল বলে জানিয়েছে প্রশাসন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/YA6OJysDl5G9smbbaPIT.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us