/anm-bengali/media/media_files/qA0vVSXnBSLBNFU4wLZO.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইডির নজরে এখন জোড়া মুখ্যমন্ত্রী। গ্রেফতারির মাপকাঠিতে দাঁড়িয়ে দুজনেই। একজন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আরেকজন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আর দুজনের ক্ষেত্রে যে বিষয়টি মিল রয়েছে, তা হল – দুজনেই ইন্ডিয়া জোটকে সমর্থন জানিয়েছেন। আর সেই জন্যেই কি ইডির টার্গেটে তারা, প্রশ্ন তুলেছে ইন্ডিয়া জোটের বাকি সদস্যরাই।
এদিন ফের একবার সেই প্রসঙ্গেই শিবসেনা (ইউবিটি উপদল) নেতা সঞ্জয় রাউত বলেন, “সরকার যেভাবে অত্যাচারী হচ্ছে এবং কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে, আমি বিশ্বাস করি সবাইকে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে। যদি আপনার শক্তি এবং সমর্থন থাকে তবে ব্যালট পেপারের পরিবর্তে নির্বাচন করুন ইভিএমে। তাহলেই আপনি প্রকৃত শক্তিশালী কিনা তা প্রমাণ হয়ে যাবে। আপনি যদি বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বা হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করতে যান, তাহলে রাজনীতিতে এটি আপনার সবচেয়ে বড় ভুল হবে এবং তারপরে দেশ কী করবে তা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে”।
#WATCH | Mumbai: Shiv Sena (UBT faction) leader Sanjay Raut says, "The way the government is being tyrant and using central agencies, I believe everybody is taking note...If you have the strength and support then conduct elections through ballot paper instead of EVM, then only… pic.twitter.com/ZgwOrsBb5h
— ANI (@ANI) January 4, 2024
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us