/anm-bengali/media/media_files/CbK6ewd8UlKGMq2ErNvh.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ শনিবার ভারী বর্ষণের (Heavy Rainfall) জেরে কেঁপে উঠল পড়শি রাজ্য ওড়িশা (Odisha)-ও। জলমগ্ন হয়ে পড়েছে রাস্তাঘাট, মানুষের ঘরবাড়ি। সবথেকে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে ভুবনেশ্বরের। শনিবার ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার ও ৪ সেপ্টেম্বরের মধ্যে উপদ্বীপীয় ভারতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ৪ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে ওড়িশা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কেরালায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের মাত্রা বাড়বে।
উত্তর-পূর্ব ভারতে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার থেকে রবিবার পর্যন্ত আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় হালকা থেকে মাঝারি থেকে মোটামুটি বিস্তৃত বৃষ্টিপাত হবে। সঙ্গী হবে বজ্রপাত।
#WATCH | Odisha: Massive waterlogging in several parts of Bhubaneswar due to heavy rains.
— ANI (@ANI) September 2, 2023
(Visuals from Jaydev Vihar) pic.twitter.com/xk4M9Kb2cl
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us