জলমগ্ন দিল্লি, জারি কমলা সতর্কতা

গত কয়েক দিনের একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে দিল্লি। শনিবার দিল্লির এনসিআর অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। আইএমডি জানিয়েছে, দিল্লিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। জারি হয়েছে কমলা সতর্কতা।

author-image
Ritika Das
New Update
waterlog delhi.jpg

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে (Delhi)। সেই বৃষ্টি চলছে এখনও। শনিবার সারা দিন ধরে বৃষ্টি হওয়ায় দিল্লির তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী। তবে নিত্যযাত্রীদের ভোগান্তি বেড়েছে। কারণ বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে রাস্তা। ফলে রাজধানীর একাধিক এলাকায় যানজট হয়েছে। 

শহরের আশেপাশের দৃশ্যেটা একই। প্লাবিত হয়েছে বহু এলাকা। কিছু দোকান এবং বাড়িতে জল ঢুকে গিয়েছে। রাজধানীর রাস্তাতেও জমেছে জল। তবে একটানা বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছে। গত বেশ কিছু দিন ধরেই দিল্লিতে চলছে বৃষ্টি,  যা এই অঞ্চলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয় উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে। শনিবার দিল্লির এনসিআর অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। আইএমডি দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে। বৃষ্টি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস।