পাহাড়ে মৃত্যু স্রোত! উত্তরকাশীতে ভয়াবহ বিপর্যয়, নিখোঁজ সেনারা, উদ্ধারের কাজে প্রধান বাধা প্রবল বৃষ্টি

গঙ্গোত্রী যাওয়ার পথে মৃত্যু উপত্যকা। মেঘ ভাঙা বৃষ্টিতে তলিয়ে গেল ধরালি ও শুক্কি গ্রাম।

author-image
Tamalika Chakraborty
New Update
Uttarakhand

নিজস্ব সংবাদদাতা: বুধবারও অবিরাম বৃষ্টি হয়ে চলেছে উত্তরাখণ্ডে, আর ততক্ষণে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান। মঙ্গলবার বিকেলে উত্তরকাশীর পরিবেশগতভাবে অতি স্পর্শকাতর এলাকায় ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টির ঘটনায় ধ্বংসের চিত্র এখনো চোখে ভাসছে। প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু হয়েছে, নয়জন সেনা সদস্য নিখোঁজ এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ড জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। 

cloud blust

হঠাৎ করেই ধরালি গ্রামে নেমে আসে ভয়ঙ্কর কাদাপাহাড় ও আকস্মিক বন্যা, যা মুহূর্তেই গ্রামটিকে গ্রাস করে নেয়। গঙ্গোত্রী মন্দিরের পথে একটি গুরুত্বপূর্ণ স্টপেজ ধরালি—কিন্তু মঙ্গলবার বিকেল থেকে তা পরিণত হয় এক ভয়ঙ্কর মৃত্যু উপত্যকায়। প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ি ঢাল বেয়ে প্রবল স্রোতে জল নেমে এসে গ্রামটির অর্ধেকেরও বেশি অংশ মাটি ও পাথরের স্তূপে ঢেকে দিয়েছে।

প্রশাসন জানিয়েছে, ধ্বংসযজ্ঞের আরও একটি ঢেউ বিপরীত দিকের পাহাড় বেয়ে নেমে গিয়ে তছনছ করেছে শুক্কি গ্রাম। সেনা, এনডিআরএফ ও স্থানীয় উদ্ধারকারী দল একসঙ্গে কাজ করছে, কিন্তু পাহাড়ি প্রবল বর্ষণ এবং কাদা-পাথরের স্তূপের কারণে অভিযান কঠিন হয়ে পড়ছে।