BREAKING: SIR- এ ৬৫ লক্ষের নাম বাদ! নাম প্রকাশের 'সুপ্রিম' নির্দেশ।

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: বিহারে এসআইআর- এ ৬৫ লক্ষের নাম বাদ। নাম ওয়েবসাইটেও প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। "যারা এখনও নথি দেননি তারা আধার-ভোটার কার্ড জমা করতে পারেন। আপনাদের কাজে বাধা দিতে চাই না কিন্তু আচরণ যুক্তিসংগত হতে হবে", বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের। বাদ যাওয়া ৬৫ লক্ষ ভোটারের নাম ডিইও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ। মঙ্গলবারের মধ্যে বাদ পড়া নাম প্রকাশের নির্দেশ। বাদ পড়ার কারণও জানাতে হবে। ওয়েবসাইটের সাথে সংবাদ মাধ্যমেও বিজ্ঞাপন দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনকে। 

"কিভাবে নিজের নাম খুঁজে বের করা যায় তার জন্য নোটিশ জারি করুন। নোটিশে মৃত বা পরিযায়ী আলাদা করে উল্লেখ করুন। ভোটার কার্ড দিয়েও যেন নাম খোঁজা যায়", অন্তর্বর্তী নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি সূর্যকান্তর।

Supreme court
ফাইল চিত্র