মডেল শীতলের গলা কেটে খুন! প্রেম নাকি প্রতিশোধ? ধরা পড়ল খুনি সুনীল!

হরিয়ানায় মডেল খুনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে।

author-image
Tamalika Chakraborty
New Update
haryana model


নিজস্ব সংবাদদাতা: ২৪ বছরের হরিয়ানার মডেল শীতলের হত্যাকাণ্ডের রহস্য শেষমেশ উদ্‌ঘাটন হল। পানিপথে সিআইএ-১ (CIA-1) পুলিশের  হাতে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত সুনীল। সুনীলের বাড়ি হরিয়ানার ইসরানা এলাকায়। পুলিশ জানিয়েছে, সুনীল শীতলকে ছুরি মেরে নির্মমভাবে হত্যা করে।

শীতলের পরিবার গত ১৫ জুন মাটলাউদা থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন, কারণ ওইদিন থেকেই তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের আগে তিনি শেষবার বাড়িতে ফোন করেছিলেন। এরপর সোমবার সকালে সোনিপতের একটি খাল থেকে শীতলের মৃতদেহ উদ্ধার হয়। তাঁর গলায় গভীর আঘাতের চিহ্ন ছিল, যা দেখে স্পষ্ট হয় যে তিনি নৃশংসভাবে খুন হয়েছেন।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র

সন্ধ্যায় সুনীলকে গ্রেফতার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করায় পুলিশ নিশ্চিত হয়েছে সে-ই খুনি।

এই নৃশংস ঘটনায় গোটা হরিয়ানায় শোক ও ক্ষোভ ছড়িয়েছে।