/anm-bengali/media/media_files/2025/06/25/haryana-man-and-his-wife-2025-06-25-08-39-20.jpg)
নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার রোহতকে এক মর্মান্তিক ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ১৮ জুন আত্মহত্যা করেন মগন নামে এক যুবক। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় তিনি স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে যান। তাঁর দাবি, স্ত্রী দিব্যা এবং স্ত্রীর প্রেমিক দীপক—যিনি মহারাষ্ট্র পুলিশে কনস্টেবল পদে কর্মরত—তাঁকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে হেনস্তা করছিলেন।
ভিডিওতে মগন বলেন, তাঁর স্ত্রী তাঁকে চাপ দিচ্ছিলেন নিজের বাবাকে খুন করতে এবং পারিবারিক সম্পত্তি বিক্রি করে পাঁচ লক্ষ টাকা জোগাড় করতে—যার মাধ্যমে প্রেমিক দীপকের চাকরিতে প্রমোশনের জন্য ঘুষ দেওয়া হবে। শুধু তাই নয়, স্ত্রী নাকি দীপকের সঙ্গে মুম্বইতে সংসার পাতার পরিকল্পনাও করেছিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর মগনের পরিবার সদস্যরা ছুটে যান তাঁর খোঁজে এবং শেষমেশ একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। তাঁদের একটি সন্তানও রয়েছে।
পুলিশ ইতিমধ্যে মৃতের স্ত্রী দিব্যা ও তার প্রেমিক দীপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us