/anm-bengali/media/media_files/sIpP0gEfgUijanwE2Psi.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানার নু-তে সাম্প্রদায়িক উত্তেজনা। একটি ধর্মীয় সভায় ইঁট, পাথর ছোঁড়ার পর থেকে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। উত্তেজনা থেকে বাঁচতে আড়াই হাজারেরও বেশী মানুষ গুরুগ্রামের কাছে এক মন্দিরে আশ্রয় নেন। রাস্তায় বোমা পড়তে দেখা যায়। বেশ কয়েকটি দোকান, বাজারে আগুন লাগিয়ে দেওয়া হয়। মুসলিম অধ্যুষিত এই এলাকার পরিস্থিতি এখন থমথমে। বিজেপি শাসিত এই রাজ্যের প্রশাসন নু জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। নতুন করে হিংসা রুখতে বুধবার পর্যন্ত সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনার পর হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, "আজকের ঘটনাটি দুর্ভাগ্যজনক, আমি সমস্ত মানুষের কাছে রাজ্যে শান্তি বজায় রাখার আবেদন করছি। দোষীদের কোনও মূল্যে ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।"
"Today's incident is unfortunate, I appeal to all the people to maintain peace in the state. The guilty will not be spared at any cost, strictest action will be taken against them," tweets Haryana CM Manohar Lal Khattar on Nuh incident.
— ANI (@ANI) July 31, 2023
(File Pic) pic.twitter.com/ogirCiGbwf
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us