দেশের গণতন্ত্র দুর্বল করতে... বিজেপি নেতার মন্তব্যে নয়া ইঙ্গিত

হরিয়ানার রাজ্য বিজেপির সভাপতি মোহন লাল বাডোলি বলেছেন, কংগ্রেস সব সময় গণতন্ত্রকে দুর্বল করতে কাজ করে।

author-image
Tamalika Chakraborty
New Update
ন



নিজস্ব সংবাদদাতা: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে আপ-কংগ্রেস বৈঠক প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি মোহন লাল বাডোলি বলেছেন, "তারা আগেও চুক্তিতে স্বাক্ষর করেছে। উভয়েরই শাসনের একই মডেল রয়েছে যা লুট এবং দুর্নীতির চারপাশে ঘোরাফেরা করে। কংগ্রেস সবসময়ই গণতন্ত্রকে দুর্বল করার জন্য কাজ করেছে। আমাদের জাতীয় নেতৃত্ব শীঘ্রই প্রার্থী ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে। যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আমরা সবসময় আমাদের খেলোয়াড়দের সম্মান করেছি এবং আমরা তা চালিয়ে যাবো।"

rahul gandhikll1.jpg

প্রসঙ্গত, ভিনেশ ফোগাট ও বজরং পুনিয়ার কংগ্রেসে প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। তবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে পরিষ্কার চিত্র বৃহস্পতিবার পাওয়া যাবে। ইতিমধ্যে কংগ্রেস ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। বাকি প্রার্থীদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে।  হরিয়ানা কংগ্রেসের তরফে সাব কমিটি গঠন করা হয়েছে।  তবে কংগ্রেস-আপ বৈঠক করলেও, হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের তরফে আপের বিরুদ্ধে জোর প্রচার চালানো হয়।  কংগ্রেস আপকে দুর্নীতি নিয়ে বিদ্ধ করে।