'ডিমান্ড চার্ট', প্রতিবাদী কৃষকদের সঙ্গে সাক্ষাৎ টিএমসির প্রতিনিধি দলের! এই মুহূর্তের বড় খবর

হরিয়ানার প্রতিবাদী কৃষকদের সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল। সেই নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Probha Rani Das
New Update
vvbnmx14.jpg

নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানার দাতা সিংওয়ালা-খানৌরি সীমান্তে প্রতিবাদী কৃষকদের সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল। আন্দোলনকারী কৃষকরা বলছেন, তাঁরা তাঁদের 'ডিমান্ড চার্ট' নবগঠিত এনডিএ সরকারের কাছে পাঠিয়ে দেবেন।

vvbnmx15.jpg

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বলেন, "আমরা কৃষকদের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কৃষকদের জন্য আন্দোলন করেছেন। আমরা কৃষকদের সমস্যা উত্থাপন করতে থাকব।” 

Add 1