/anm-bengali/media/media_files/Iq5iMGbyRGVGGgW0Rau5.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তিনি রাম ভক্ত হনুমান। প্রভুর উপর কোনও বিপদ আশার আগে তা নিজের মাথাতেই নিয়ে নেন ‘সঙ্কটমোচন’। তাই এবার প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহুর্তেও প্রভুর সঙ্গ ছাড়লেন না অঞ্জনী পুত্র। রাম লালার প্রাণ প্রতিষ্ঠার ঠিক আগের মুহুর্তে হনুমানজীর-ও প্রাণ প্রতিষ্ঠা হবে বলে স্থির করা হয়েছে। তবে তা অযোধ্যা থেকে খানিকটা দূরে রাজধানীতে হবে।
যা জানা যাচ্ছে, দিল্লির গীতা কলোনিতে ভগবান হনুমানের একটি ৫১ ফুট লম্বা মূর্তি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে আগামী ২২ জানুয়ারি, রাম মন্দির 'প্রাণ প্রতিষ্টা' মুহুর্তের ঠিক কিছু আগে। এখন চলছে তার শেষ মুহুর্তের প্রস্তুতি। কলোনি কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিয়েছে ঐ শুভ দিনেই হনুমান মূর্তিরও উন্মোচন হবে।
#WATCH | A 51 feet tall idol of Lord Hanuman in Delhi's Geeta Colony will be officially unveiled on 22nd January, the day of Ram Mandir 'Pran Pratishtha' pic.twitter.com/ZLvbLTOJYo
— ANI (@ANI) January 9, 2024
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us