বীরের শেষ বিদায় ! গান স্যালুট দিয়ে শেষ বিদায় জানানো হল LCA তেজস দুর্ঘটনায় শহিদ উইং কমান্ডার নমাংশ শ্যালকে

শেষ বিদায় বীর।

author-image
Debjit Biswas
New Update
TEJAS PILOT

নিজস্ব সংবাদদাতা : দুবাই আন্তর্জাতিক এয়ার শো-তে প্রদর্শনী চলাকালীন দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (LCA) তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে যে সাহসী পাইলট প্রাণ হারিয়েছেন, সেই উইং কমান্ডার নমাংশ শ্যালকে (Wing Commander Namansh Syal) পূর্ণ সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হলো।

tejas.jpg

২১ নভেম্বর, শুক্রবার দুবাই এয়ার শো চলাকালীন তেজস বিমানটি ভেঙে পড়ে শহীদ হন উইং কমান্ডার নমাংশ শ্যাল। শহীদ এই বীর সেনাকে তাঁর নিজের রাজ্যে বা পরিবারের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা জানানোর সময় আজ গান স্যালুট দেওয়া হয়।