New Update
/anm-bengali/media/media_files/5H64Iv75QVSylGMPPJ12.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : নারী সরক্ষণ বিল পাশ সংদের উভয় কক্ষে। আইন বাস্তবায়নের অপেক্ষা শুধু। বিরোধীরা নানা কথা বললেও বিজেপির সদর দফতরের বাইরে খুশিতে উদযাপনে মেতে ওঠেন মহিলারা। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখিও। তর কথায়, ''মুখের আবীরই প্রমাণ করছে মহিলারা কতটা খুশি হয়েছেন। সে রাজনীতিতে হোক, সাংবাদিকতায় হোক, ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক বা গৃহিনী হোক - খুশি। তারা মনে করে যে যা পাওনা ছিল তা তারা পাচ্ছে।"
#WATCH | Women's Reservation Bill | Union Minister Meenakashi Lekhi says, "What I liked most is that you too have 'gulaal' on your face. That 'gulaal' shows that all women - be they in politics, in journalism, be they doctor or engineer or a homemaker - are happy. They feel that… pic.twitter.com/LLvNTUnW44
— ANI (@ANI) September 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us