'দেশবিরোধী' মামলায় ৩০ বছরের সমস্ত ধৃতদের নথি পর্যালোচনার নির্দেশ ! গুজরাটে ১০০ ঘণ্টার জরুরি সময়সীমা বেঁধে দিলেন পুলিশ প্রধান

কেন নেওয়া হল এই সিদ্ধান্ত ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : গুজরাটের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল গুজরাটের রাজ্য পুলিশ। আজ গুজরাট পুলিশের প্রধান (DGP) বিকাশ সহায়ক এক জরুরি নির্দেশ জারি করে রাজ্যের সমস্ত শহর ও জেলার পুলিশ প্রধানদের গত ৩০ বছরে রাষ্ট্রবিরোধী (anti-national) মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের সম্পর্কে বিশদ নথি (dossier) প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।

Police

ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বিকাশ সহায় এই কাজের জন্য একটি কঠোর সময়সীমা বেঁধে দিয়েছেন। পুলিশ প্রধানদের আগামী ১০০ ঘণ্টার মধ্যে এই পর্যালোচনা সম্পন্ন করে তার প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।