অন্যায় করলে শাস্তি হবেই, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

আহমেদাবাদের ভিরামগামে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, "প্রতিটি নির্বাচনের সঙ্গে সঙ্গে মানুষের বিজেপির প্রতি আস্থা বাড়ছে৷ তাই সবাই বলছে '৪০০ পার'৷"

author-image
Tamalika Chakraborty
New Update
gujarat cm edit.jpg

নিজস্ব সংবাদদাতা: আহমেদাবাদের ভিরামগামে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, "প্রতিটি নির্বাচনের সঙ্গে সঙ্গে মানুষের বিজেপির প্রতি আস্থা বাড়ছে৷ তাই সবাই বলছে '৪০০ পার'৷ আগে নির্বাচনের সময়  নতুন কেলেঙ্কারি প্রকাশ্যে আসত। এইবার আলোচনা হচ্ছে কোন কেলেঙ্কারির জন্য কে জেলে গেছেন।   অন্যায় করবে তার শাস্তি হবেই।"

Gujarat CM editted1.jpg

 tamacha4.jpeg