ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: গুজরাটের গান্ধীনগরে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এক অনুষ্ঠানে এসে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতটা সম্ভব প্রযুক্তি ব্যবহার করা যায় তার উপরে জোর দেন। মুখ্যমন্ত্রী দাবি করলেন যে প্রযুক্তিকে কাজে লাগানোর দুটি উল্লেখযোগ্য সুবিধে রয়েছে। প্রথমত, শৃঙ্খলাবদ্ধভাবে সমস্ত কাজ হয়ে যায় এবং দ্বিতীয়ত, সঠিকভাবে কাজ সম্পন্ন হয়। এরপরেই তিনি ঘোষণা করেন যে ভারতের বিধানসভা খুব তাড়াতাড়ি 'ই বিধানসভা' হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সমস্ত ব্যবস্থাটাই এবার কাগজবিহীন হয়েছে যাবে। এছাড়াও তিনি ঘোষণা করেন 'ই সরকার' গঠনের। যতটা সম্ভব প্রযুক্তিকে কাজে লাগানো যায় তার চেষ্টা করছে সরকার। এরপরেই গুজরাটের মুখ্যমন্ত্রী দাবি করলেন যে এটি করা হচ্ছে মানুষের সুবিধার জন্য এবং যাতে দ্রুত তাদের সমস্যা সমাধান করা যায় তার জন্য।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
#WATCH | Gandhinagar: Gujarat CM Bhupendra Patel says, "Prime Minister Narendra Modi always insists on using technology as much as possible... It has twofold benefits, things get done systematically and with accuracy... Our Vidhan Sabha is also going to become E-Vidhan Sabha.… pic.twitter.com/UYRFCYQDGP
— ANI (@ANI) September 10, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us