/anm-bengali/media/media_files/SOtEMqnw2FohdfoE7S4B.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নতুন সংসদ ভবনের (New Parliament Building) উদ্বোধন নিয়ে ক্রমাগত রাজনৈতিক বিতর্ক জারি রয়েছে। এখনও অবধি মোট ১৯টি রাজনৈতিক দল ২৮ মে'র এই অনুষ্ঠান বয়কট করেছে। আর এই নিয়েই এবার সরব হলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি আজ বৃহস্পতিবার বলেছেন, "প্রধানমন্ত্রী মোদীর নতুন সংসদের উদ্বোধন আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত এবং আমরা উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার ১৯টি বিরোধী দলের সিদ্ধান্তের নিন্দা জানাই। এই সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আক্রমণ।“ উল্লেখ্য, আগামী ২৮ মে দুপুর ১২টায় নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে কংগ্রেস নেতারা এবং অন্যান্য বিরোধী নেতারা মনে করেন, প্রধানমন্ত্রীর পরিবর্তে রাষ্ট্রপতির এই নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত। কংগ্রেস বলছে, নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির। দ্রৌপদী মুর্মু কর্তৃক নতুন সংসদ ভবনের উদ্বোধন গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক ন্যায্যতার প্রতি সরকারের অঙ্গীকারের প্রতীক হবে। সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় উদ্বোধন উপলক্ষে অভিনন্দন বার্তা পাঠাতে পারেন। দেখুন ভিডিও...
#WATCH | "The inauguration of the new Parliament by PM Modi is a proud moment for us and we condemn the decision of 19 opposition parties to boycott the inaugural event. This decision is an attack on democratic values of the country," says Gujarat Chief Minister Bhupendra Patel pic.twitter.com/J03MbSLJlU
— ANI (@ANI) May 25, 2023