/anm-bengali/media/media_files/2025/10/07/gujarat-man-2025-10-07-19-06-26.png)
নিজস্ব সংবাদদাতা: গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার লাম্বা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মুখে ক্যানসারে আক্রান্ত ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিজের দুই ছোট সন্তানের বিষপ্রয়োগে মৃত্যু ঘটিয়ে নিজেও আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। স্থানীয় কল্যাণপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মেরামন ভাই ছেতরিয়া। তিনি গত পাঁচ বছর ধরে মুখের ক্যানসারে ভুগছিলেন, এবং তাঁর রোগ এখন শেষ পর্যায়ে পৌঁছেছিল। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মেরামন দীর্ঘদিন ধরে অসহ্য যন্ত্রণা ও মানসিক চাপের মধ্যে ছিলেন। নিজের মৃত্যুর পর দুই ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে ভুগছিলেন তিনি।
পুলিশ আধিকারিক টি.সি. প্যাটেল বলেন, “মেরামন ছেতরিয়া গত পাঁচ বছর ধরে মুখের ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি জানতেন, আর বেশিদিন বাঁচবেন না। এই চিন্তা থেকেই তিনি নিজের সন্তানদের নিয়েও ভীষণ চিন্তিত ছিলেন। সেই হতাশা থেকেই তিনি ভয়াবহ সিদ্ধান্ত নেন।”
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মেরামন তাঁর পাঁচ বছরের মেয়ে খুশি এবং তিন বছরের ছেলে মাধবকে বিষ খাইয়ে দেন, তারপর নিজেও একই বিষ পান করেন। ঘটনাটি ঘটে তাঁর নিজ বাড়িতেই, সেই সময় তাঁর স্ত্রী বাইরে কাজে গিয়েছিলেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
স্থানীয়রা কিছুক্ষণ পর খবর পেয়ে পুলিশে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, তবে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, মেরামন সবসময় শান্ত স্বভাবের মানুষ ছিলেন, তবে গত কয়েক মাস ধরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
পুলিশ জানিয়েছে, ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে, এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us