/anm-bengali/media/media_files/2025/08/16/arrested-123-2025-08-16-14-44-43.jpg)
নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে বড়সড় নাশকতার ছক ভেসে উঠল গুজরাতে। রাজ্যের ATS (Anti-Terrorism Squad)-এর জালে ধরা পড়েছে তিন সন্দেহভাজন জঙ্গি। সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে ATS একটি অভিযান চালায় এবং অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে ধরে ফেলে তিনজনকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, গুলি ও সন্দেহজনক ইলেকট্রনিক ডিভাইস।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই তিনজনের যোগ রয়েছে একটি বড় আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে। তাদের লক্ষ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তে একাধিক বিস্ফোরণ ঘটানো। ATS সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ধৃতদের উপর নজরদারি চলছিল। গত কয়েক সপ্তাহ ধরে তারা সন্দেহজনকভাবে অস্ত্র মজুত ও পাচারের কাজে জড়িত ছিল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/28/arrested-a-2025-07-28-18-53-37.jpg)
গুজরাত ATS-এর এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, “এই তিনজন দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদী সংগঠনের হয়ে কাজ করছিল। তাদের মাধ্যমে দেশে নাশকতা ঘটানোর পরিকল্পনা চলছিল। আমরা সময়মতো পদক্ষেপ নিয়ে বড় বিপর্যয় ঠেকাতে পেরেছি।”
জানা গিয়েছে, ধৃতদের মধ্যে দুইজন উত্তর ভারতের বাসিন্দা এবং একজন স্থানীয়। তাদের বিরুদ্ধে UAPA ধারায় মামলা রুজু হয়েছে। ATS ইতিমধ্যেই ধৃতদের জেরা শুরু করেছে, যাতে নাশকতার পেছনে থাকা মূলচক্রটি ধরা যায়।
দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশেষত গুজরাত, মহারাষ্ট্র ও দিল্লিতে নজরদারি বাড়িয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us