জিএসটি কাউন্সিলের বড় সিদ্ধান্ত: নতুন কর কাঠামো কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে

নতুন কর কাঠামো কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে।

author-image
Aniket
New Update
GST

File Picture

নিজস্ব সংবাদদাতা: জিএসটি কাউন্সিল করহার যৌক্তিককরণের প্রস্তাব অনুমোদন করেছে। সূত্রের খবর, কাউন্সিল ১২% ও ২৮% স্ল্যাব বাতিল করেছে। এর পাশাপাশি বিলাসবহুল ও পাপদ্রব্যের (Sin Goods) জন্য নতুন করে ৪০% করস্ল্যাব চালু করা হয়েছে।

GST collection spikes 8.5% Y-o-Y in November at Rs 1.82 trillion, ETCFO

এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানা গেছে।