মঙ্গলবার এই বদল সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে

একজন সরকারি কর্মীর মৃত্যু হলে, ফ্যামিলি পেনশন পান তাঁর স্বামী বা স্ত্রী। প্রথম দাবিদার হিসেবে সন্তানকে রাখা হয় না। তবে, এবার পেনশনের নিয়মে আনা হল বড় বদল। যে সব মহিলা অবসরপ্রাপ্ত কর্মী পেনশন পান, তাঁদের জন্যই আনা হয়েছে এই নতুন নিয়ম। কেন্দ্রীয় সরকারের তরফে মঙ্গলবার এই বদল সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে।

বিশেষ ক্ষেত্রে সন্তান তাঁর পেনশনের দাবিদার হতে পারেন

বলা হয়েছে, বিশেষ ক্ষেত্রে সন্তান তাঁর পেনশনের দাবিদার হতে পারেন। যদি কোনও মহিলার বিয়ে নিয়ে মামলা চলে, তাহলে এই নিয়ম কার্যকর হবে।