মোদীজি ১১ দিন না খেয়ে মাটিতে শুয়েছেন: মহারাজ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বড় দাবি করলেন এই মহারাজ।

author-image
SWETA MITRA
New Update
mmodi sad.jpg

নিজস্ব সংবাদদাতাঃ অযোধ্যায়রাম মন্দিরের (Ram Temple) প্রাণপ্রতিষ্ঠাঅনুষ্ঠানেরপরে বড় দাবি করলেনগোবিন্দদেবগিরিজিমহারাজ। তিনি (Govind Dev Giri Ji Maharaj) জানিয়েছেন,  রামলালারমূর্তিনির্মাণেরপরগোটাবিশ্বআলোকিতহয়েউঠবে।এটিকেবলএকটিমূর্তিরঅভিষেকনয়, এটিভারতেরসম্মানএবংআত্মবিশ্বাসেরপ্রতীক। আমরা মোদীজিকে তিন দিনের জন্য পুজো করতে বলেছিলাম, তিনি ১১ দিন ধরে তা করেছেন। উনি ১১ দিন উপোস করেছিলেন। আমরা বলেছিলাম তিন দিন মাটিতে ঘুমাতে, মোদীজি ১১ দিন মাটিতে শুয়েছিলেন।‘