New Update
/anm-bengali/media/media_files/AdY8c9yF0C2BE7Wd7sGa.jpg)
নিজস্ব সংবাদদাতা: ভোটের আগে মার্চ মাসে বৃদ্ধি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। ভোট শেষ হওয়ার ২ দিন আগে এবার আবার বাড়িয়ে দেওয়া হল তাঁদের গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা।
/anm-bengali/media/media_files/ax2Zl0FA8r40xL9wyEV4.jpg)
কেন্দ্রের পেনশন এবং পেনশনভোগীদের কল্যাণমূলক দফতর (ডিওপিপিডব্লিউ) এক্স হ্যান্ডলে পোস্ট করে এই তথ্য দিল। কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা বেড়ে গেল ২৫%। অবসরের পরে পাওয়া গ্র্যাচুইটির সঙ্গে কর্মরত অবস্থায় মৃত্যুকালীন গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ২ ক্ষেত্রে সেই মোট অর্থের পরিমাণ হল ২০ লক্ষ টাকা। কেন্দ্র দুই ক্ষেত্রেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করে দিয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে এই বছরেরই ১ জানুয়ারি থেকে।
/anm-bengali/media/post_attachments/0861e76210aa635f08c6daba62a470d2086e6a97cfa304e9b069362aa426c63b.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us