/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ছত্তীসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল জানান, "আজ দিল্লিতে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমস্ত নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। গোটা দেশে SIR-এর বিরুদ্ধে তৈরি হওয়া পরিবেশের কারণে শেষে সরকারকে নতি স্বীকার করতে হয়েছে এবং এখন সরকার সংসদে আলোচনার জন্য রাজি হয়েছে। যদি এটা আগেই হতো, তবে এই দুই দিন নষ্ট হত না। এর জন্য সরকারই দায়ী।"
/anm-bengali/media/post_attachments/50698d50-903.png)
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে এই আলোচনা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
'
#WATCH | Raipur | Former Chief Minister of Chhattisgarh and Congress leader Bhupesh Baghel says, "Today in Delhi, a meeting took place with Mallikarjun Kharge, Rahul Gandhi, Priyanka Gandhi, and all the leaders. Given the atmosphere against SIR across the entire country,… pic.twitter.com/PEGEhMwzDE
— ANI (@ANI) December 3, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us