নিজস্ব সংবাদদাতাঃ আপ সাংসদ সঞ্জয় সিংয়ের জামিন প্রসঙ্গে দিল্লির মন্ত্রী তথা দলের নেতা গোপাল রাই বলেন, "সুপ্রিম কোর্ট সঞ্জয় সিংকে জামিন দিয়েছে এবং সুপ্রিম কোর্টের সামনে ইডি বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। কোনও প্রমাণ বা অর্থের ট্রেইল পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে তাকে ৬ মাসের জন্য আটকে রাখা হয়েছে। তারা এই অভিযোগ তুলেছে? যাকে তুমি জোর করে ভয় দেখিয়ে রাজসাক্ষী করার চেষ্টা করেছো। উনি ৯ বার বলেছেন যে মদ পলিসি মামলায় তাঁর (সঞ্জয় সিং) কোনও ভূমিকা নেই। তাকে রাজসাক্ষী হতে বাধ্য করা হয়েছিল এবং তার কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল যার পরে তাকে (সঞ্জয় রাউত) কারাগারে পাঠানো হয়েছিল। একই অভিযোগের ভিত্তিতে আপনি মুখ্যমন্ত্রীকেও জেলে পাঠিয়েছেন। আপনার এজেন্সি ২ বছর ধরে কোনও প্রমাণ খুঁজে পায়নি। তা সত্ত্বেও বিজেপি আমাদের গ্রেফতার করে জেলে ঢোকাতে অনড়। সঞ্জয় সিংয়ের জামিন বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের প্রথম এবং সবচেয়ে বড় ক্ষতি। এসব ষড়যন্ত্র আরও উন্মোচিত হবে।"