লাইনচ্যুত ট্রেন, পরিস্থিতি স্বাভাবিক হতে ঘন্টার পর ঘন্টা

নাগপুর (Nagpur) রেলরুটের (Rail) চিচান্দার কাছে একটি মালবাহী ট্রেন (Goods Train) লাইনচ্যুত হয়েছে। কোনও প্রাণহানি না হলেও রেল চলাচলে আংশিক প্রভাব পড়েছে।

author-image
Pritam Santra
New Update
rail

নিজস্ব সংবাদদাতাঃ নাগপুর (Nagpur) রেলরুটের (Rail) চিচান্দার কাছে একটি মালবাহী ট্রেন (Goods Train) লাইনচ্যুত হয়েছে। কোনও প্রাণহানি না হলেও রেল চলাচলে আংশিক প্রভাব পড়েছে। প্রায় ছয় ঘণ্টা কঠোর পরিশ্রমের পর ক্ষতিগ্রস্ত কোচটি ডাউন ট্র্যাক থেকে সরিয়ে লাইন মেরামত করা হয়। সেন্ট্রাল রেলওয়ের জনসংযোগ আধিকারিক অমল আর গাহুকর জানিয়েছেন, নাগপুর থেকে ইটারসিগামী একটি খালি মালবাহী ট্রেনের একটি বগি বেতুল জেলার চিচান্দা রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়। খবর পেয়েই কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।