/anm-bengali/media/media_files/r8spzZEx0keO00usAYdI.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর আর ৫০ দিনও নেই। তার আগেই দারুণ খবর পাবেন। পুজোর আগেই একধাক্কায় অনেকটা বাড়বে বেতন। সেপ্টেম্বরেই কেন্দ্রীয় সরকার বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি নিয়ে ঘোষণা করতে পারে, এমনটাই জানা গেছে। যদি ডিএ ঘোষণা করা হয়, তবে চলতি বছরের ১ জুলাই থেকে এই ডিএ কার্যকর করা হবে বলে জানা গেছে।
এবারে ৩ শতাংশ ডিএ বাড়াতে পারে কেন্দ্র সরকার। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৪৫ শতাংশ হবে। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার কর্মীদের জন্য বর্ধিত মহার্ঘ ভাতা দেয়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে আলাদাভাবে ডিএ প্রদান করা হয়। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে ডিএ ঘোষণা করে সরকার। জুলাই মাসে সিপিআই-আইডব্লু ৩.৩ পয়েন্ট বেড়ে ১৩৯.৭ পয়েন্ট হয়েছে। এরপরই কর্মীরা ৪ শতাংশ ডিএ বৃদ্ধির দাবি জানায়। তবে জানা গেছে যে কেন্দ্রের তরফে ৩ শতাংশ ডিএ বাড়ানো হতে পারে। ফলে বর্ধিত মহার্ঘ ভাতা ৪৫ শতাংশ হবে। বর্তমানে দেশের ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ২০২৩ সালের মার্চ মাসে শেষবার ডিএ বাড়ানো হয়। ৪ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৪২ শতাংশে পৌঁছয়।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us