/anm-bengali/media/media_files/s2Su4Y9o5RUZnNTvti2Q.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত 'বাবরি মসজিদ তৈরি'-র মন্তব্যের প্রেক্ষিতে নিজের বক্তব্য রাখতে গিয়ে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল অনুপ্রবেশকারীদের উপর নির্ভরশীল একটি দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের তোষণের জন্য নানান 'অসাংবিধানিক' কাজ করছেন।
তিনি বলেন,''তৃণমূল বিধায়কের বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবি অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা নিজেদের বাবর এবং ঔরঙ্গজেবের সন্তান বলে মনে করে, তাদের ভারতে থাকার কোনও অধিকার নেই।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/g22jUiqQ0aRnfZ5wDj7h.jpg)
এরপর তিনি বলেন,''বাংলা এখন বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। এদেরকে আইডি কার্ড (ID CARD) এবং অন্যান্য নথি দিয়ে অবৈধভাবে থাকার সুযোগ করে দেওয়া হয়েছে। তৃণমূল এই অনুপ্রবেশকারী ভোটব্যাঙ্কের ওপর নির্ভরশীল একটি দল।"
#WATCH | Delhi: On TMC MLA Humayun Kabir’s statement, Union Minister Giriraj Singh says, "... Bengal has become a hub of Bangladeshi and Rohingya infiltrators. They have been facilitated with ID cards and other documents, allowing them to stay illegally. The TMC is dependent on… pic.twitter.com/6wT8yUeIcZ
— ANI (@ANI) November 26, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us