মিথুন রাশি- কর্মজীবনে নতুন পরিকল্পনায় লাভের ইঙ্গিত

দিনটি তথ্য আদান-প্রদানে ভরপুর।

author-image
Aniket
New Update
horoscope-gemini.jpg

File Picture

নিজস্ব প্রতিনিধি: মিথুন জাতকদের জন্য দিনটি তথ্য আদান-প্রদানে ভরপুর যাবে। কাজের জায়গায় নতুন প্রোজেক্টের দায়িত্ব এলে ভয় না পেয়ে এগিয়ে যান। আপনার যোগাযোগ দক্ষতা আজ বড় ভূমিকা রাখবে। ব্যবসায়ীদের জন্য বিদেশ সংযোগ বা অনলাইন বাণিজ্যে লাভ হতে পারে। পরিবারে কারও স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে, যত্ন নেওয়া দরকার। বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাতে নতুন পরিকল্পনা তৈরি হতে পারে।

Gemini Horoscope

প্রেমে একটু অস্থিরতা থাকলেও ছোট উপহার বা মনোযোগ দিলে পরিস্থিতি মিষ্টি হবে। পড়াশোনায় মনোযোগ ফিরবে, বিশেষ করে টেকনিক্যাল বিষয়ে সাফল্য আশা করা যায়। ভ্রমণের সুযোগে মজা ও জ্ঞান দুই-ই মিলবে। সন্ধ্যায় অবাঞ্ছিত খরচ এড়ান। আত্মবিশ্বাস ধরে রাখুন। শুভ রং — সবুজ, হলুদ।