নিজস্ব সংবাদদাতা: পাকিস্তান ইস্যুকে সামনে রেখে এবার কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে একহাত নিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এই ব্যক্তি (গৌরব গগৈ) প্রকাশ্যে একজন গভীরভাবে সমর্থনকারী পাকিস্তানি এজেন্ট। কোনও অসমীয়া কখনও জিন্টু গগৈ (কারগিল যুদ্ধের সময় কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো ভারতীয় সেনা কর্মকর্তা) বা পহেলগাঁও ঘটনার সর্বোচ্চ আত্মত্যাগ ভুলবে না। কোনও অসমীয়া পাকিস্তান সফরকে ন্যায্যতা দিতে রাজি হবে না”।
/anm-bengali/media/media_files/lCSQTCQ9gU6NN3USRdp2.PNG)
গৌরব গগৈ, ‘পাকিস্তানি এজেন্ট’, শুনলেন চরমতম অপমান
'অসমীয়া পাকিস্তান সফরকে ন্যায্যতা দিতে রাজি হবে না।
File Picture
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তান ইস্যুকে সামনে রেখে এবার কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে একহাত নিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এই ব্যক্তি (গৌরব গগৈ) প্রকাশ্যে একজন গভীরভাবে সমর্থনকারী পাকিস্তানি এজেন্ট। কোনও অসমীয়া কখনও জিন্টু গগৈ (কারগিল যুদ্ধের সময় কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো ভারতীয় সেনা কর্মকর্তা) বা পহেলগাঁও ঘটনার সর্বোচ্চ আত্মত্যাগ ভুলবে না। কোনও অসমীয়া পাকিস্তান সফরকে ন্যায্যতা দিতে রাজি হবে না”।