আক্রান্ত ED, রক্ত ঝরবে, মন্তব্য অধীরের, 'জোটের জঘন্য রূপ', বলছে BJP

গতকাল ইডির অভিযান ঘিরে রণক্ষেত্রে চেহারা নিল উত্তর ২৪ পরগণার সন্দেশখালি। ইডি আধিকারিকদের ওপর চড়াও তৃণমূল নেতার অনুগামীরা।

author-image
SWETA MITRA
New Update
EDDD.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সন্দেশখালিতে ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সরগরম বাংলা।এদিকে এই ঘটনা নিয়ে সরব হলেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া (Gaurav Bhatia)। তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘ইন্ডিঅ্যালায়েন্সের (INDI Alliance)সবচেয়েজঘন্যরূপবেরিয়েএসেছে।এইঅহংকারীজোটেরনেতাঅধীররঞ্জনচৌধুরীএকটিবিবৃতিদিয়েছিলেনযে "আজবাংলায়ইডিদলেরউপরহামলাহয়েছে, আগামীকালতাদেররক্তও ঝরতেপারে"মমতাবন্দ্যোপাধ্যায়মুখ্যমন্ত্রীপদেথাকারযোগ্যনন, তাঁরপদত্যাগকরাউচিত।