/anm-bengali/media/media_files/3GZCnk15WG1ApJq4khag.jpg)
নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরার গ্যাস লিক কাণ্ডে ক্রমে বাড়ছে মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯ জনে। এছাড়াও গিয়াসপুরার গ্যাস লিক কাণ্ডে এখনও পর্যন্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১১ জন। মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন, পুলিশ আধিকারিকের দল এবং এনডিআরএফ-এর দল রয়েছে। এছাড়াও ঘটনাস্থলে রয়েছেন চিকিৎসকের দল। ঘটনাস্থলে রয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা। উদ্ধার অভিযান চলছে। লুধিয়ানার গিয়াসপুরার গ্যাস লিকের ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি বলেছেন, "পুলিশ, প্রশাসন এবং এনডিআরএফ-এর দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ক্ষতিগ্রস্থদের জন্য সম্ভাব্য সব ধরনের সাহায্য করা হচ্ছে"। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, দ্রুত গ্যাস ছড়িয়ে পড়ে আশেপাশে। যার ফলে একাধিক মানুষ অজ্ঞান হয়ে পড়েন। একজন স্থানীয় জানিয়েছেন, তার পরিবারের একাধিক সদস্য গ্যাস লিকের ফলে অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা আরও জানিয়েছেন, গ্যাস এতটাই বিষাক্ত যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মুখে কাপড় বেঁধে বা মাস্ক পরে রয়েছেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এলাকাটি ঘিরে রাখা হয়েছে। সকলকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। যেকোনো রকম পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করছে। নতুন করে যাতে কেউ গ্যাস লিকের ফলে গুরুতর অসুস্থ না হয়ে পড়েন সেই দিকে নজর রাখা হচ্ছে। তবে স্থানীয়দের মধ্যে ভয় বৃদ্ধি পাচ্ছে। এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। চোখের সামনে এমন ঘটনা দেখে অনেকেই হতভম্ব হয়ে পড়েছেন।
Nine people dead and 11 hospitalised in an incident of gas leak in Giaspura area of Ludhiana, Punjab.
— ANI (@ANI) April 30, 2023
Local administration, Police officials, NDRF team at the spot. pic.twitter.com/PRYmYdRe7V
Punjab CM Bhagwant Mann expresses grief over the incident of gas leak in Ludhiana.
— ANI (@ANI) April 30, 2023
"Police, Administration and NDRF teams are present at the spot. All possible help is being extended to the affected," says the CM
(File photo) pic.twitter.com/Rs7UnuNZV8
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us