New Update
/anm-bengali/media/media_files/SFhtRxTsKUkKEfT1EIQm.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আজ ৩০ জানুয়ারি, মঙ্গলবার। আজকে সারাদিন বিজেপি সাংসদ দিলীপ ঘোষের ঠাসা কর্মসূচী রয়েছে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, খড়গপুরের ধনসিং ময়দানে আজ সকাল ১০ টা নাগাদ গীতা পাঠের আয়োজন করা হয়েছে। এরপরে সাড়ে ১১ টা নাগাদ বেলদা এলাকায় তার এক বৈঠক রয়েছে। বেলা ১২ টা নাগাদ ওই অঞ্চলেই ইস্কনের এক ধর্মীয় অনুষ্ঠান রয়েছে তার। এরপরে সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ দিলীপ ঘোষের কলকাতা থেকে দিল্লি যাওয়ার কথা আছে।
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us