BREAKING: সরানো হোক! ORS নিয়ে বিশেষ নির্দেশ দেশজুড়ে

কি নির্দেশ দেওয়া হল?

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: FSSAI (ভারতের খাদ্য নিরাপত্তা ও মান সংস্থার কর্তৃপক্ষ) রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের খাদ্য নিরাপত্তা কমিশনারদের কাছে নির্দেশ জারি করেছে।

"মিথ্যা ও বিভ্রান্তিকর ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এবং 'ORS' তা একক শব্দ হিসেবে হোক বা পূর্বসর্গ বা প্রচ্ছদসহ যৌগিক শব্দ হিসাবে, প্রস্তুত-পানের/পানীয় হিসেবে, বিভিন্ন খুচরা দোকান, ই-কমার্স প্ল্যাটফর্ম ইত্যাদি থেকে প্রাপ্ত পণ্যের ক্ষেত্রে তা অবিলম্বে সরানোর নির্দেশ", এমনটাই লেখা রয়েছে সেই নির্দেশিকায়। 

Food Safety and Standards Authority of India (FSSAI | Kashmir Life