New Update
/anm-bengali/media/media_files/4ah68rz3XYkMfNy8WwuD.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: মধ্যবিত্তের জন্য বিরাট খবর এল সামনে। মঙ্গলবার রান্নার গ্যাসের দাম কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। একলাফে ২০০ টাকা দাম কমানোর ঘোষণা করা হয়েছে মোদি সরকারের তরফে। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি উপকৃত হয়েছেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরাও। তারা এখন রান্নার গ্যাসে সরাসরি ৪০০ টাকা ছাড় পেয়ে যাবেন। সেই সঙ্গে এবার মোদি সরকার আরো এক ঘোষণা করেছে। উজ্জ্বলা যোজনায় আবেদনকারী ৭৫ লাখ মহিলার বাড়িতে বিনামূল্যে নতুন এলপিজি সংযোগ দেওয়া হবে।
রাখির জন্য এই বিশেষ ঘোষণা করা হয়েছে। এতে বিপুলভাবে লাভবান হবেন মহিলারা। কলকাতাতেও একলাফে অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us