অবসরপ্রাপ্ত অধ্যাপককে 'ডিজিটাল অ্যারেস্ট',৪.৩৫ কোটি টাকার সাইবার জালিয়াতি ! টাকা জমা দিতে সাহায্যকারী ব্যাংক ম্যানেজার গ্রেপ্তার

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : সাইবার প্রতারণার এক নজিরবিহীন ঘটনা সামনে এল মধ্য প্রদেশে। অবসরপ্রাপ্ত এক চিকিৎসক অধ্যাপককে 'ডিজিটাল অ্যারেস্ট'-এর ভয় দেখিয়ে প্রতারকরা এক মাসে হাতিয়ে নিল প্রায় ৪.৩৫ কোটি টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মধ্য প্রদেশের দেওয়াসের একটি ব্যাংকের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই বিষয়ে সাইবার সেলের এসএইচও (SHO) সরিতা সিং জানান, "২০২৫ সালের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রকাশ মহাজন-কে প্রতারকরা ট্রাই (TRAI) অফিসার সেজে ফোন করে 'ডিজিটালি অ্যারেস্ট' করে।"

প্রতারকরা অধ্যাপককে জানায় যে, জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের অর্থ পাচারের মামলায় তিনি কমিশন নিয়েছেন এবং তাই তাঁকেও অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে অধ্যাপককে এক মাসের মধ্যে ছয়টি ভিন্ন অ্যাকাউন্টে ৪.৩৫ কোটি টাকা জমা দিতে বাধ্য করা হয়।

Arrest

পুলিশ এই ঘটনায় অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, জালিয়াতির এই অর্থে স্থানীয়ভাবে সহায়তা করেছিলেন দেওয়াসের একটি ব্যাংকের ম্যানেজার সাদিক প্যাটেল।

এসএইচও (SHO) সরিতা সিং জানান,''সাদিক প্যাটেল ৪% কমিশন নিয়ে তাঁর পরিচিত সোহেল ও শাহিদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,৭৮,০০০ টাকা জমা করেছিলেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ সাদিক প্যাটেলকে গ্রেপ্তার করেছে এবং ওই নির্দিষ্ট অর্থ ফ্রিজ করা হয়েছে। বাকি বিপুল পরিমাণ অর্থ দেশের বিভিন্ন রাজ্যের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়েছিল, যা উদ্ধারের চেষ্টা চলছে।''

এই ঘটনা আবারও 'ডিজিটাল অ্যারেস্ট' এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার পরিচয় ব্যবহার করে চলা সাইবার প্রতারণার নেটওয়ার্কের ভয়াবহতাকে সামনে আনল।