কর্তব্য পথে ফ্রান্স সেনাবাহিনীর বিশেষ প্যারেড, উড়ল রাফাল বিমানও

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি ও অন্যান্য হেভিওয়েটরা।

author-image
SWETA MITRA
New Update
francess.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ৭৫তমপ্রজাতন্ত্রদিবসে (Republic Day)কর্তব্যপথে কুচকাওয়াজে অংশ নিলেনফরাসিফরেনলিজিওনের২য়পদাতিকরেজিমেন্টের৩০জনসঙ্গীতজ্ঞএবংফরাসিমার্চিংকন্টিনজেন্টনিয়েগঠিতফরাসিফরেনলিজিওনমিউজিকব্যান্ড। সেইসঙ্গে দু'টিরাফালযুদ্ধবিমান তো রয়েইছেই। প্যারেডে অংশ নিয়েছেন ৯৫জন ফরাসি সেনা।