কাশ্মীরের জঙ্গলে ফের তাণ্ডবের ছায়া! ছদ্মবেশে ৪ জঙ্গিকে ঘেরাও করল ভারতীয় সেনা

তিন থেকে চার জঙ্গি কিশতওয়ার জেলার চাত্রু জঙ্গলে লুকিয়ে রয়েছে বলে ভারতের নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
indian army

নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরের কিশতওয়ার জেলার চাত্রু জঙ্গল ঘেরা এলাকায় লুকিয়ে রয়েছে ৩ থেকে ৪ জন জঙ্গি, এমনই সন্দেহে শুক্রবারও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। সেনার প্যারা কমান্ডো, জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং CRPF মিলিয়ে এই যৌথ অভিযান চলছে টানা কয়েকদিন ধরে।

Indian army

জঙ্গিরা দু’ভাগে ভাগ হয়ে গভীর জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে বলে মনে করছে বাহিনী। এখনও পর্যন্ত নতুন করে জঙ্গিদের সঙ্গে সরাসরি গুলির লড়াই হয়নি। তবে এলাকায় উত্তেজনা ও টেনশন ছড়িয়ে পড়েছে।

নিরাপত্তার কারণে স্থানীয় গ্রামবাসীদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেনার এক আধিকারিক জানিয়েছেন, “এই অঞ্চলকে জঙ্গিমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।”