New Update
নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরের কিশতওয়ার জেলার চাত্রু জঙ্গল ঘেরা এলাকায় লুকিয়ে রয়েছে ৩ থেকে ৪ জন জঙ্গি, এমনই সন্দেহে শুক্রবারও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। সেনার প্যারা কমান্ডো, জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং CRPF মিলিয়ে এই যৌথ অভিযান চলছে টানা কয়েকদিন ধরে।
/anm-bengali/media/media_files/7D3fk2hWUpJtwME3XC9y.jpeg)
জঙ্গিরা দু’ভাগে ভাগ হয়ে গভীর জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছে বলে মনে করছে বাহিনী। এখনও পর্যন্ত নতুন করে জঙ্গিদের সঙ্গে সরাসরি গুলির লড়াই হয়নি। তবে এলাকায় উত্তেজনা ও টেনশন ছড়িয়ে পড়েছে।
নিরাপত্তার কারণে স্থানীয় গ্রামবাসীদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেনার এক আধিকারিক জানিয়েছেন, “এই অঞ্চলকে জঙ্গিমুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us