রাজনীতির আগুন ছড়াল সোশ্যাল মিডিয়াতেও—কেন নিশানা বিজয়-বিরোধী কনটেন্ট ক্রিয়েটর?

বিজয়কে সমালোচনা করে ভিডিও আপলোডের জেরে তামিলনাড়ুর আভাড়িতে মারধরের শিকার ইউটিউবার কিরণ ব্রুস। চার অভিযুক্ত গ্রেফতার।

author-image
Tamalika Chakraborty
New Update
vijay a

নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর আভাড়িতে তীব্র অশান্তি। একটি ভিডিওকে কেন্দ্র করে এক YouTuber-কে প্রকাশ্যে মারধরের অভিযোগে তোলপাড় হয়ে গেল রাজনীতি–বিনোদন দুই মহলই। অভিযোগ, ৩৮ বছরের কিরণ ব্রুস নামের ওই কনটেন্ট ক্রিয়েটর অভিনেতা ও টিভিকে (TVK) নেতা বিজয়কে সমালোচনা করে একাধিক ভিডিও আপলোড করেছিলেন। তার জেরেই তাঁকে আক্রমণ করে চার যুবক।

কিরণ ব্রুস জানান, বিশেষ শো দেখতে তিনি এক থিয়েটারে গিয়েছিলেন। সেই সময় চার যুবক তাঁকে ঘিরে ধরে ভিডিও পোস্ট নিয়ে ভয় দেখায় এবং হুমকি দেয়। তিনি সঙ্গে সঙ্গে ভাডাপালানি থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে ৪ অভিযুক্ত—বালাকৃষ্ণন, ধনুশ, অশোক এবং পার্থসারথী—এর বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা রুজু হয়েছে। চার জনকেই গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।

arrested 123

এদিকে ঠিক এই সময়েই নতুন রাজনৈতিক কর্মসূচি শুরু করলেন অভিনেতা–রাজনীতিবিদ বিজয়। শনিবার চেন্নাইয়ে প্রায় ২ হাজার সমর্থককে নিয়ে ঘরোয়া আউটরিচ প্রোগ্রাম শুরু করেন TVK প্রধান। যদিও রাজনৈতিক সভা–সমাবেশের জন্য রাজ্যের নতুন SOP এখনো চূড়ান্ত হয়নি, তবুও বিজয়ের ঘোষণা—“অপেক্ষা করে লাভ নেই। মানুষের সঙ্গে কথা বলা থামানো যাবে না।”

বিজয় এদিন শাসক DMK-র বিরুদ্ধে ফের তোপ দাগেন। অভিযোগ করেন, “তারা মিথ্যে বলে ভোট নেয়, তারপর মানুষকে ঠকায়।” একদিকে বিজয়ের রাজনৈতিক আক্রমণ, অন্যদিকে বিজয় বিরোধী ইউটিউবারের উপর হামলা—দুই ঘটনায় উত্তপ্ত তামিলনাড়ু।