স্ত্রীর পরকীয়া ও ব্ল্যাকমেইলেই একসঙ্গে আত্মঘাতী বাবা-মা-ছেলে-মেয়ে! মধ্যপ্রদেশ কাঁপানো ঘটনা

স্ত্রীর পরকীয়া ধরতেই ব্ল্যাকমেইল শুরু, আত্মহত্যা একই পরিবারের চারজনের।

author-image
Tamalika Chakraborty
New Update
mass suicide


নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের সাগর জেলায় এক হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ২৫ জুলাই রাত থেকে ২৬ জুলাই ভোরের মধ্যে এক পরিবারের চার সদস্য একসঙ্গে আত্মঘাতী হন। মৃতরা হলেন—45 বছর বয়সী মনোহর লোধি, তাঁর 70 বছর বয়সী মা ফুলরানি, 18 বছর বয়সী মেয়ে শিবানি এবং 16 বছরের পুত্র।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক ভয়ঙ্কর পারিবারিক সংকটের কাহিনি। জানা গেছে, মনোহরের স্ত্রী দ্রৌপদী তাঁরই শৈশবের বন্ধু সুরেন্দ্রর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ঘটনাটি ফাঁস হয় যখন তাদের কন্যা শিবানি এক আপত্তিকর অবস্থায় মা ও সুরেন্দ্রকে দেখে ফেলে এবং বিষয়টি বাবাকে জানায়।

Arrest

এরপর পরিবার মিলে দ্রৌপদীর সঙ্গে আলোচনা করে তাকে সম্পর্কটি শেষ করার জন্য অনুরোধ করে। কিন্তু দ্রৌপদী স্পষ্ট জানিয়ে দেন, তিনি সুরেন্দ্র ছাড়া বাঁচতে পারবেন না। এমনকি পরিবারের উপর চাপ সৃষ্টি করে বলেন, তাঁকে বিরক্ত করলে তিনি যৌতুক আইনে মামলা দায়ের করবেন।

এই মানসিক চাপ ও পারিবারিক ভাঙনের কারণে, মনোহর ও তাঁর সন্তানরা চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন বলে সন্দেহ পুলিশের। আত্মহত্যার ঘটনার পর রবিবার পুলিশ দ্রৌপদী এবং সুরেন্দ্রকে গ্রেফতার করেছে। তদন্ত চলছে এবং গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।