Breaking: 'এক দেশ, এক নির্বাচন', নজরে ২৩ সেপ্টেম্বর

একযোগে নির্বাচন করলে জনগণের অর্থ সাশ্রয় হবে, প্রশাসনিক ও নিরাপত্তা বাহিনীর ওপর চাপ কমবে এবং সরকারের নীতিগুলো আরও ভালোভাবে বাস্তবায়ন হবে।

author-image
SWETA MITRA
New Update
dew

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের প্রাক্কালে  'একদেশ, একনির্বাচন' (One Nation One Election) কমিটিসম্পর্কেবড় মন্তব্য করলেন প্রাক্তনরাষ্ট্রপতিএবংকমিটিরচেয়ারম্যানরামনাথকোবিন্দ (Ramnath Kovind)। তিনি আজ শনিবারবলেছেন, "এই কমিটির প্রথমবৈঠকটিহবে২৩শেসেপ্টেম্বর" 

২০১৮সালেআইনকমিশনেরতৈরিখসড়াসুপারিশে 'একদেশএকনির্বাচন'-এরকথাবলাহয়েছিল।বলাহয়েছিল, লোকসভাবিধানসভানির্বাচনযদিএকসঙ্গেহয়, তাহলেদেশকেনির্বাচনীমোডথেকেবেরকরেউন্নয়নেরদিকেমনোনিবেশকরাযেতেপারে।বর্তমানেকেন্দ্রীয়সরকারসংসদেরবিশেষঅধিবেশনডেকে 'একদেশএকনির্বাচন' নিয়েআলোচনাবাড়িয়েছে।খসড়াআইনকমিশনেরএক রিপোর্টেবলাহয়েছে, একযোগেনির্বাচনকরলেজনগণেরঅর্থসাশ্রয়হবে, প্রশাসনিকনিরাপত্তাবাহিনীরওপরচাপকমবেএবংসরকারেরনীতিগুলোআরওভালোভাবেবাস্তবায়নহবে।লোকসভাবিধানসভানির্বাচনএকযোগেঅনুষ্ঠিতহওয়ায়দেশধারাবাহিকনির্বাচনেরপ্রক্রিয়াথেকেবেরিয়েএসেউন্নয়ন-সংশ্লিষ্টকর্মকাণ্ডেমনোনিবেশকরতেসক্ষমহবেবলেওজানানোহয়।

আইনকমিশনেররিপোর্টেবলাহয়েছে, একযোগেনির্বাচনঅনুষ্ঠানেরজন্যসংবিধানসংশোধনকরাদরকার।একইসঙ্গেজনপ্রতিনিধিত্বআইন, ১৯৫১-এরবিধানসংশোধনেরদাবিজানানোহয়েছে, যাতেএকইসঙ্গেউপনির্বাচনওঅনুষ্ঠিতহতেপারে।বিশেষজ্ঞরামনেকরেন, একদেশএকনির্বাচনবাস্তবায়িতহলেসংবিধানেরঅন্ততপাঁচটিঅনুচ্ছেদসংশোধনকরতেহবে।

 বিশেষবিষয়হল, ১৯৫১-৫২, ১৯৫৭, ১৯৬২এবং১৯৬৭সালেদেশেএকযোগেবিধানসভালোকসভানির্বাচনঅনুষ্ঠিতহয়েছিল।তবে১৯৬৮১৯৬৯সালেকয়েকটিবিধানসভানির্বাচনএবং১৯৭০সালেলোকসভানির্বাচনভেঙেদেওয়ারপরেপরিস্থিতিপরিবর্তিতহয়।১৯৮৩সালেভারতেরনির্বাচনকমিশন (ECI) একযোগেনির্বাচনেরপ্রস্তাবদেয়।এরপরআইনকমিশনও১৯সালেরপ্রতিবেদনেএকটিনির্বাচনেরকথাউল্লেখকরে।

এদিকে নরেন্দ্রমোদীরনেতৃত্বাধীন এনডিএসরকারএকদেশ, একনির্বাচনেরদিকেএগিয়েযাওয়ারপ্রস্তুতিশুরুকরেছে। দেশেএকযোগেলোকসভাবিধানসভানির্বাচনেরসম্ভাবনাখতিয়েদেখতেপ্রাক্তনরাষ্ট্রপতিরামনাথকোবিন্দেরনেতৃত্বেএকটিকমিটিগঠনকরেছেকেন্দ্রীয়সরকার।এইকমিটিসরকারেরকাছেতাদেরএক বিশেষ রিপোর্টপেশকরবে বলে খবর।আগামী১৮থেকে২২সেপ্টেম্বরসংসদেরবিশেষঅধিবেশনডেকেছেসরকার।