New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার ৭৯ বছর বয়সে প্রয়াত হলেন। প্রবীণ এই নেতা দুপুর ১টার দিকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
মালিক ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত জম্মু ও কাশ্মীর রাজ্যের শেষ রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর আমলেই ২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল করা হয়, যার ফলে রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। আজ সেই যুগান্তকারী সিদ্ধান্তের ষষ্ঠ বার্ষিকী।
/anm-bengali/media/post_attachments/indiatoday/images/story/202508/former-jammu-and-kashmir-governor-satya-pal-malik-253318754-16x9-914405.jpeg?VersionId=yHVHin.wWWxfcsg7DP9CJzUTr6NxzTER&size=690:388)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us