১৫ লক্ষ কিলোমিটার দূরত্বে থাকা সূর্যের কাছে ISRO!

ইসরো তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করেছে যে আদিত্য এল ১ মিশনটি শ্রীহরিকোটা থেকে রবিবার, ২ সেপ্টেম্বর, সকাল ১১.৫০ টায় উৎক্ষেপণ করা হবে।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
aditya l1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ইসরোর চন্দ্রাভিযানের পর এবার শুরু হতে চলেছে সূর্য অভিযান। ইসরো (ISRO) সূর্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। জানা গিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর সূর্য মিশন চালু করতে চলেছে ইসরো। এটি সূর্য অধ্যয়নের জন্য প্রথম ভারতীয় মিশন হবে। এবার এই নিয়ে মন্তব্য করলেন ইসরোর প্রাক্তন বিজ্ঞানী  নাম্বিনারায়ণন (Nambi Narayanan)। আজ সোমবার আদিত্য-এল ১ মিশন সম্পর্কে ইসরোর প্রাক্তন বিজ্ঞানী নাম্বি নারায়ণন বলেন, "এটি একটি স্টাডি প্রজেক্ট, ইসরো ১৫ লক্ষ কিলোমিটার দূরত্বে থাকা সূর্যকে অধ্যয়ন করতে যাচ্ছে... এটি একটি ভাল প্রকল্প"।