সারারাত কন্ট্রোল রুমে! চন্দ্রযান ৩ ল্যান্ড করলেও থামেনি যুদ্ধ

চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে চন্দ্রযান ৩। সফল অবতরণ হয়েছে ল্যান্ডার বিক্রমের। আর তারপরই আবেগে ভাসছে গোটা দেশ। উত্তেজনা, উন্মাদনায় মেতেছেন আমজনতা।

author-image
SWETA MITRA
New Update
chandra.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাঁদের বুকে পা রেখেছে ভারত। চাঁদে ঘোরাফেরা করছে ‘প্রজ্ঞান’। এদিকে ইসরো (ISRO)-র এই মিশন নিয়ে আবারও একবার মন্তব্য করলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে সিভান।'

impact

তিনই জানান, 'অবশেষে আমাদের প্রার্থনা সত্যি হলো। অবতরণের পর আমরা আর ফিরে আসিনি, ল্যান্ডার থেকে রোভার বের না হওয়া পর্যন্ত আমি কন্ট্রোল রুমেই বসে ছিলাম। রোভারটি ল্যান্ডার থেকে বেরিয়ে এসে চাঁদের পৃষ্ঠের উপর দিয়ে চলে গেছে তা দেখার পরেই আমি গভীর রাতে আমার বাড়িতে ফিরে আসি।‘