ভারতের ভোটব্যবস্থায় ভয়ংকর ফাঁস? মৃত ভোটারের পাহাড়— প্রাক্তন নির্বাচন কমিশনের বিস্ময়কর স্বীকারোক্তি

প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এন. গোপালস্বামীর বিস্ফোরক মন্তব্য—বিহারের ভোটার তালিকায় ২২.৫ লক্ষ মৃত ভোটারের নাম! শিল্পায়ন ও অভ্যন্তরীণ স্থানান্তরের কারণে ভোটার তালিকা আপডেটের প্রয়োজনীয়তার কথা বললেন তিনি। জানুন পুরো ঘটনা।

author-image
Tamalika Chakraborty
New Update
former chief election commission

নিজস্ব সংবাদদাতা:ভারতের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এন. গোপালস্বামী ‘এসআইআর ফেজ–২’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তাঁর মতে, দেশের ভোটার তালিকা নিয়মিতভাবে পরীক্ষা ও পরিষ্কার করা এখন সময়ের দাবি। গত ১০–১৫ বছরে শিল্পায়নের ফলে দেশে ব্যাপক হারে মানুষের অভ্যন্তরীণ স্থানান্তর ঘটেছে। সেই কারণে পুরনো ভোটার তালিকায় ভুল, মৃত ভোটারের নাম এবং স্থানান্তরিত নাগরিকদের নাম রয়ে যাওয়ার প্রবণতা বেড়েছে।

election commission  s

গোপালস্বামী বলেন, ভোটার তালিকা ভালো অবস্থায় রাখতে এই পর্যালোচনার বড় প্রয়োজন ছিল। তিনি জানান, বিহারে চালানো সমীক্ষায় দেখা গেছে—২২.৫ লক্ষ মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছিল। তিনি ২০০২–২০০৩ সালের ভোটার তালিকা নিজে পর্যবেক্ষণ করেছিলেন এবং তখনও একই পরিস্থিতি দেখা যায়। তাঁর দাবি, বিহারের ভেতরেই ব্যাপক অভ্যন্তরীণ মাইগ্রেশন হয়েছে এবং এই দীর্ঘ সময়ে রেজিস্টারে সঠিক আপডেট না হওয়ায় বড় ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে নিয়মিত ও পূর্ণাঙ্গ রিভিউ অপরিহার্য।

ভারতের গণতন্ত্রে ভোটার তালিকা স্বচ্ছ ও নির্ভুল রাখা যে কতটা গুরুত্বপূর্ণ—তারই স্পষ্ট বার্তা দিলেন গোপালস্বামী। তাঁর মন্তব্যে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। ভোটার তালিকা নিয়ে এতদিন যে নীরব উদ্বেগ চলছিল, সেটাই যেন এবার মুখচোরা সত্যি হয়ে সামনে এল। দেশের ভোটব্যবস্থার শুদ্ধতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে সরকার ও নির্বাচন কমিশন কি আরও বড় পদক্ষেপ নেবে—এ প্রশ্ন এখন জনমনে।