হল না শেষ রক্ষা! সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সিসোদিয়া

তিহার জেলবন্দি আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) আবেদনে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট। ফলে এবার দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন।

author-image
SWETA MITRA
New Update
Manish

নিজস্ব সংবাদদাতাঃ তিহার জেলবন্দি আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) আবেদনে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট। ফলে এবার দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন। জানা গিয়েছে, দিল্লি হাইকোর্টের জামিনের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। জাতীয় রাজধানীতে পূর্ববর্তী মদ নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে সিবিআই-এর তরফে দায়ের করা মামলায় আজ মঙ্গলবার দিল্লি হাইকোর্ট মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছে। এদিন আদালত উল্লেখ করেছে যে মণীশ সিসোদিয়া একজন শক্তিশালী ব্যক্তি। যার ফলে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।